ভারতের জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে ১০ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ সেনা আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডোডা জেলার ভাদেরওয়াহ–চাম্বা আন্তঃরাজ্য সড়কের খন্নি টপ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বুলেটপ্রুফ সেনাবাহিনীর গাড়িটি (ক্যাসপির) একটি অভিযানের উদ্দেশ্যে যাচ্ছিল।
দুর্গম পাহাড়ি এলাকায় চলাচলের সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ডোডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আমাদের সাহসী ১০ জন ভারতীয় সেনাসদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত। তাদের অসামান্য সেবা ও সর্বোচ্চ ত্যাগ আমরা চিরদিন স্মরণ করব। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।
তিনি আরও বলেন, এই গভীর শোকের মুহূর্তে পুরো দেশ শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে রয়েছে। আহত ১০ জন সেনাসদস্যকে দ্রুত বিমানযোগে হাসপাতালে পাঠানো হয়েছে।
লেফটেন্যান্ট গভর্নর জানান, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
এদিকে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। এক্সে দেওয়া এক বিবৃতিতে কর্পস জানায়, ডোডা এলাকায় খারাপ আবহাওয়া ও দুর্গম ভূখণ্ডে চলাচলের সময় অভিযানে নিয়োজিত সেনাদের বহনকারী একটি সেনা যান সড়ক থেকে পিছলে খাদে পড়ে যায়। এতে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।