শনিবার ২৮ জুন ২০২৫ ১৪ আষাঢ় ১৪৩২
শনিবার ২৮ জুন ২০২৫
তিন বছর পর মাঠে ফিরেই হাফ সেঞ্চুরি এনামুলের
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৪:৩২ PM আপডেট: ০৫.০৮.২০২২ ৪:৩৪ PM
তিন বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমে হাফ সেঞ্চুরি করেছে এনামুল হক বিজয়। ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পেতে ৪৮ বল খেলেছেন এনামুল।

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে মিল্টন শুম্বাকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে দারুণ শটে ছয় মেরে অর্ধশতক পূর্ণ করেন এনামুল হক।

এনামুল হককে প্রথম খেলানো হয়েছিল টেস্ট। এরপর টি-টোয়েন্টি। তবে ঢাকা প্রিমিয়ার লিগে যে সংস্করণে রেকর্ডগড়া মৌসুম কাটিয়ে এসেছেন এনামুল, ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পাননি সেই ৫০ ওভারের ম্যাচেই। আজ হারারেতে পেলেন। তিন বছর পর ওয়ানডে খেলতে নেমে সে সুযোগ কাজেও লাগালেন দারুণভাবে।

শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৯ সালের ৩১ জুলাই সর্বশেষ ওয়ানডে খেলেন এনামুল। এরপর বাজে ফর্মের কারণে দলে জায়গা হয়নি তার। তবে ডিপিএলে রেকর্ড রান করে নিজেকে আরও একবার প্রমাণ করেছেন বিজয়। জায়গা করে নিলেন দলেও।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন তামিম ইকবাল ও লিটন দাস। তাদের ওপেনিং জুটিতে রান আসে ১১৯।

দলের শত রান পাড় করার সঙ্গে হাফ সেঞ্চুরিও পেয়ে যান তামিম। ছুঁয়ে ফেলেন প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৮ হাজার রানের মাইলফলক। ফিফটির পর অবশ্য বিদায় নিতে হয়েছে তামিমকে।

সিকান্দার রাজার বলে হুক করতে গিয়ে কাইয়ার হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে ৯ চারে ৮৮ বলে ৬২ রান করেন তিনি।  

অপরদিকে, তামিমের বিদায়ের পর হাফ সেঞ্চুরি করে দুর্দান্ত খেলতে থাকেন লিটন। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হলো লিটন দাসকে।

সিঙ্গেল নেওয়ার জন্য ছুটছিলেন, ক্রিজে পৌঁছানোর আগেই ব্যথা অনুভব করেন লিটন। স্ট্রেচারে করে এরপর মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ ওপেনারকে। আপাতত ৮৯ বলে ৮১ রান করে উঠে গেলেন তিনি।

লিটন উঠে যাওয়ায় নতুন ব্যাটার হিসেবে এসেছেন মুশফিকুর রহিম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২৫১ রান করেছে বাংলাদেশ। 

-বাবু/শোভা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত