মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলায় হালনাগাদ তালিকাভূক্ত “ক” শ্রেণির ভূমিহীন-গৃহহীন পরিবার পুর্নবাসনের লক্ষে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন সভাটির আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মোজাম্মেল হক রুবেল, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার প্রেসক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী, ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, পাঙ্গামটকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা প্রমূখ বক্তব্য রাখেন। সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয়।
-বাবু/ফাতেমা