বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
স্ত্রীর মামলায় গ্রাম পুলিশ গ্রেফতার
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:২৫ PM

স্ত্রীর দায়ের করা যৌতুক দাবির  মামলায় দেড় বছর সাজা হওয়া পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ রুবেল চৌকিদারকে (৩০) গ্রেফতার করা হয়েছে।  শনিবার সকালে ওই ইউনিয়নের যুগির হাওলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

পরে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতার রুবেল চৌকিদার সদর ইউনিয়নের বাবুর হাওলা গ্রামের তোতা চৌকিদারের ছেলে।

পুলিশ জানায়, ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তার স্ত্রীর দায়ের করা সিআর ৩২/২২  মামলায় গ্রাম পুলিশ রুবেলকে গ্রেফতার করা হয়। 

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, দেড় বছর সাজাপ্রাপ্ত আসামি রুবেল।   তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।  

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত