ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির নতুন কমিটি অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির কার্যালয়ে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লোকো মাস্টার(এলএম) কবির আহামদ ভুঁইয়াকে সভাপতি, সাব লোকো মাস্টার (এসএলএম) রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও সহকারী লোকো মাস্টার(এএলএম) ফরিদ আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট আখাউড়া শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়। এ অভিষেক অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে এক আলোচনা সদস্য সাবেক আহবায়ক ও বর্তমান কমিটির উপদেষ্টা মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান,সাংগঠনিক সম্পাদক মির্জা সাহেদ আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক কেন্দ্রীয় কমিটি,মীর এবিএম সফিকুল ইসলাম সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
এ সময় বক্তারা বলেন, রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারীদের সকল ধরনের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের এই কমিটি কাজ করে যাবে।
-বাবু/এ.এস