বগুড়ার গাবতলীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত (৪২) এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার ভবের বাজার রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়গুলো নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার৷
পুলিশ জানায়, শনিবার সকালে গাবতলীর ভবের বাজার রেল ব্রিজ এলাকায় বগুড়া থেকে লালমনিরহাটগামী ট্রেনের সাথে মানসিক ভারসাম্যহীন ওই নারীর ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, মৃত ওই নারী মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে ছিলেন। তার পরিচয় শনাক্তের কাজ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক মর্গে পাঠানো হয়েছে।
-বাবু/এ.এস