মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আধুনিক গবেষণাগার উদ্বোধন
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ৫:৫৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে আধুনিক অণুজীববিজ্ঞান (Advanced molecular Biology) গবেষণাগার উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক গবেষণাগারটি উদ্বোধন করেন। 

অণুজীব বিজ্ঞানবিষয়ক উচ্চতর গবেষণা ত্বরান্বিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অর্থায়নে এই ল্যাবরেটরি স্থাপন করা হয়। এই অত্যাধুনিক গবেষণাগারে রিয়েল টাইম পিসিআর, বায়োসেফটি কেবিনেটের (বিএসএল-২) সুবিধাসহ আরও অনেক আধুনিক যন্ত্রপাতি সংযোজিত করা হয়েছে।

এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) প্রধান নির্বাহী বিশিষ্ট অণুজীববিজ্ঞানী অধ্যাপক ড. সমীর কুমার সাহা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো কামালউদ্দিন আহমদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল, লাইফ ও আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. পরিমল বালা, অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকারিয়া মিয়াসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গবেষণাগার উদ্বোধন শেষে উপাচার্য ড. মো. ইমদাদুল হক বলেন, ‘গবেষণার মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়ের অর্জন আরও সমৃদ্ধ হয়। উচ্চশিক্ষার প্রসার ও বিশ্বমানের গবেষণায় গবেষণাগারটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গবেষণার মাধ্যমে এগিয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে।’

-বাবু/ফাতেমা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত