মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
কুমিল্লার দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের জলাবদ্ধতা নিরসনে সরেজমিন পরিদর্শন প্রকৌশলীদের
প্রকাশ: রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ৬:০২ PM
শরীফ প্রধান, কুমিল্লা (উত্তর)

ড্রেনেজ ব্যবস্থা না থাকায়, একটু বেশি বৃষ্টি হলেই জলাবদ্ধতার কবলে পরে কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুর) হাসপাতাল। কেবল হাসপাতাল চত্বরই নয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর স্টেশন অংশে সড়কের উপর জমে থাকে থৈই থৈই পানি। এই জলাবদ্ধতায় দীর্ঘদিনের ভোগান্তির শিকার হচ্ছে হাসপাতালে আগত রোগী ও পথচারীরা ।

জনসাধারণের দীর্ঘদিনের ভোগান্তির অবসানের লক্ষে জলবদ্ধতা নিরসনে হাসপাতাল চত্বর ও মহাসড়কের পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন ও সড়ক জনপদের প্রকৌশলীরা।

শনিবার সরেজমিনে পরিদর্শনে আসেন সড়ক ও জনপথ অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীত চাকমা, কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন, দাউদকান্দিউপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান উপ-বিভাগীয় প্রকৌশলী (গৌরীপুর) নাজমুস হোসেন সাকিব। এসময় সাথ ছিলেন, ডাঃ হাবিবুর রহমান, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান সরকার, সাংবাদিক জাকির হোসেন হাজারী, শ্রমিকলীগনেতা আক্তার হোসেন।

পরিদর্শন কালে কর্মকর্তারা বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডের যানজট, জলাবদ্ধতা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জলবদ্ধতা নিরসনে প্রাথমিকভাবে মহাসড়কের দক্ষিন পাশ দিয়ে পাইপ লাইনের মাধ্যমে পুর্ব পেন্নাই খালে সংযোগ করার প্রস্তাবনা করেন।উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে কাজটি দ্রুত বাস্তবায়ন করা হবে বলে আশ্বস্ত করেন।

-বাবু/ফাতেমা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত