মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ ১৪ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫
গুচ্ছের মানবিক বিভাগের ফল প্রকাশ, পাশের করেছে ৫৬.২৬% শিক্ষার্থী
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ৫:০৪ PM
দেশের গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাশ করেছে ৫৬.২৬% শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেল ৩ টায় গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার ওয়েবসাইডে ফলাফল প্রকাশিত হয়। এর আগে ফল প্রস্তুতি কাজ সম্পন্ন হওয়ার পর দুপুরে উপাচার্যরা বৈঠকে বসেন। বৈঠকে ফল প্রকাশের অনুমোদন দেওয়া হয়।

ফল প্রকাশের অনুমোদন পাওয়ার পরপরই তা গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) প্রকাশ করা হয়। ভর্তিচ্ছুরা নিজেদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফল দেখতে পারবেন। এদিকে এসএমএস’র মাধ্যমে ফল দেখার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি গুচ্ছের টেকনিক্যাল কমিটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার ‘বি’ ইউনিটের সামগ্রিক ফল তৈরির কাজ শেষ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত ফল তৈরির কাজ করা হয়। সোমবার সকাল থেকেই ফল পুনরায় চেক করা হয়। এই প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার ফল প্রকাশ করা হয়।

উল্লেখ্য, শনিবার (১৩ আগস্ট) গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের মোট ২৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোর ৪ হাজার ৮৩৪টি আসনের বিপরীতে ৯৫ হাজার ৬৩৭ জন আবেদন করেছেন।

-বাবু/ফাতেমা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত