স্বরুপকাঠিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর মুড়ালে পুষ্পস্তাবক অর্পন করা হয়। মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এর পক্ষ থেকে, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, স্বরূপকাঠী পৌরসভা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন,পল্লী বিদ্যুৎ সমিদি, স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্বরূপকাঠী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্পস্তাবক অর্পন করেন। প্রশাসনের পক্ষ থেকে একটি র্যালী উপজেলা চত্তর থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেষ হয়।
সেখান থেকে উপজেলা আওয়ামীলীগের একটি শোক র্যালী শুরু হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. মোশারেফ হোসেন।
সভায় বক্তৃতা করেন, সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান আঃ হক, পৌরসভার মেয়র মো. গেলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ শহিদুল আহসান, সাবেক সভাপতি আঃ হামিদ, সম্পাদক এস এম মুইদুল ইসলাম, সাবেক সম্পাদক এস এম ফুয়াদ, সহ-সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) তাপস পাল, ভাইস চেয়ারম্যন রনি দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান প্রমুখ।
-বাবু/ফাতেমা