মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ''জাতীয় বক্তৃতা প্রতিযোগিতা ২০২২'' অনুষ্ঠিত
তানজিল আহম্মেদ, জবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ৭:১৬ PM

জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে ''জাতীয় বক্তৃতা প্রতিযোগিতা ২০২২''ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এছাড়া প্রধান আলোচক হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ নজরুল ইসলাম বাবু (এম.পি)।

জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মোঃ সাইদুল ইসলাম সাইদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। ছিলেন উক্ত সংগঠনের মডারেটর মেফতাহুল হাসান। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‍্যাপক ড. মোঃ ইমদাদুল হক বলেন, বঙ্গবন্ধু কখনো দেশের জন‍্য জীবনের মায়া করেন নি যদিও তিনি জানতেন জেলের পাশেই তার জন‍্য কবর খুড়ে রাখা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশে খুব কম সময়ে একটি নব অবকাঠামো তৈরী করেন যা ইতিহাসে খুব কমই পাওয়া যায়। একজন সফল নেতার পরিচয় দেন।১৫আগস্টের কুশীলবদের খুজে বের করে চিহ্নিত করতে হবে যাতে বাঙালি জাতি অগ্রসরকে আর কখনো বাধা দিতে না পারে।

প্রধান আলোচকের বক্তব্যে নারায়ণগঞ্জ-০২ আসনের সংসদ সদস‍্য মোঃ নজরুল ইসলাম বাবু বলেন, কালো রাতের নিকৃষ্ট ঘটনা সারা পৃথিবীর ইতিহাসে জঘন‍্যতম ঘটনা। এটি কোন রাজনৈতিক হত‍্যাকান্ড ছিল না। মেজর শফিউল্লাহকে সেনাপ্রধান করায় জিয়াউর রহমান ক্ষোভের প্রতিশোধ নেওয়ার জন‍্য এ নির্মম ঘটনাটি ঘটান।বঙ্গবন্ধুর সর্বজনীন বাঙালী বিশ্বাসের সুযোগ গ্রহণ করেন জিয়াউর রহমানসহ কিছু কালো চরিত্রের লোভী সেনাসদস‍্য। এর মূল পরিকল্পনাকারী ছিলেন জিয়াউর রহমান, কর্ণেল ফারুক রসিদ ও খন্দকার মোশতাক। তবে জিয়াউর রহমান সুকৌশলে তার চক্রী সঙ্গীদের নিয়ন্ত্রণ করে সকল ক্ষমতা হস্তগত করেন। এছাড়াও নিকৃষ্ট পরিকল্পিত " ইনডেমনিটি আদেশ " জারি করেন যাতে সেই নিকৃষ্ট পাপীদের বিচার না হয়।

শুধু তাই নয়, একুশে আগস্টে গ্রেনেড হামলায় এদেশের মানুষের আশার আশ্রয় দানকারী শেখ হাসিনা  ও আওয়ামী লীগকে ধ্বংসের অপচেষ্টা করেন,যেখানে আমিও গুরুতর আহত হয়েছিলাম। তিনি আরোও বলেন, দুষ্টদের লালন পালনকারী রাজনৈতিক দলের নেতা খালেদা জিয়ার সাথে কখনও আওয়ামীলীগ প্রতিপক্ষ হতে পারে না। আওয়ামীলীগ এদেশের সর্বস্তরের মানুষের আশার জায়গায় পরিণত হয়েছেন। দেশনেত্রী শেখ হাসিনা সন্ত্রাসী দমনে কঠোর বিধান বাস্তবায়ন করে শান্তির সোনার বাংলাদেশ গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনও যারা দেশে সন্ত্রাসবাদের স্লোগান দেয় তারাই বিএনপির পালিত সম্প্রদায়।  এ থেকে এটাই প্রমাণিত হয় যে, বিএনপি একটি মিথ‍্যা, তাদের রাজনৈতিক অংশগ্রহণ কখনোই যৌক্তিক নয় ।

বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ‍্যাপক ড. মোঃ কামালউদ্দীন আহমদ বলেন, বিএনপি সকল মিথ‍্যার অপপ‍্রচারকারী। কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে বিএনপির পক্ষপাতী মন্ত‍ব‍্যের উদাহরণ দেন।  ১৩৪৯ সনে ০৩ বৈশাখের কবি নজরুলের প্রকাশিত গ্রন্থ থেকে বঙ্গবন্ধু "জয় বাংলা " শব্দটি নিয়েছেন।  এছাড়াও নজরুলের "ভাঙার গান "গ্রন্থ থেকেও "জয় বাংলা" স্লোগানটি পাওয়া যায়। বঙ্গবন্ধু মূলত নজরুল থেকেই এ স্লোগানটি নিয়েছেন। আরো বলেন, বঙ্গবন্ধু ও কাজী নজরুল ইসলাম এই আগস্ট মাসেই মৃত‍্যুবরণ করেন। তাদের স্মরণে বিশ্ববিদ্যালয়ে চেয়ার বা স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠার উদ্দ‍্যোগ নেন।

উল্লেখ্য, বক্তৃতা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের ৪০ জনের অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিদের মধ‍্যে প্রথম স্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ধর্মতত্ত্ব ও সংস্ক‍‍‍ৃতি বিভাগের শিক্ষার্থী মোঃ সোহাগ আহমেদ।অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত