‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্য হিসেবে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের অধীনে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ৩য় আসর।
সারাদেশের ১২৫ টি পাবলিক, প্রাইভেট ও সরকারি কলেজগুলোর প্রায় ৭০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবারের আসরে।
দেশের অনান্য বিশ্ববিদ্যালয় গুলোর মতো রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ও প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া দলগুলো তাদের অনুশীলন শুরু করেছে।
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশীপের তৃতীয় আসরে তিতুমীর কলেজের খেলোয়াড়দের প্রস্তুতি সম্পর্কে সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা যায় কলেজের দলগুলো তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এবারের আসরে অংশগ্রহণ করছে ফুটবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল ইত্যাদি ইভেন্টে। ৩য় আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে তিতুমীর কলেজ ফুটবল ক্লাব অন্যতম। ইতিমধ্যে কলেজের ফুটবল ক্লাবটির সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশ বুলেটিনকে তিতুমীর কলেজ ফুটবল ক্লাবের প্রধান কোচ সারোয়ার জাহান জানিয়েছেন তাদের প্রস্তুতির কথা। তিনি বলেন, এখন অনুশীলন চলছে। ছেলেরা খেলার জন্য অধীর আগ্রহ নিয়ে অনুশীলন করছে। বর্তমানে সাদা মাটা প্রস্তুতি নিলেও আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয়ের ক্যাম্প শুরু হবে ২ দিন পর থেকে যা চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
কলেজের মাঠে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপের প্রস্তুতি নিচ্ছে খেলোয়াড় ও ফুটবলার হৃদয় কবির। তিনি বাংলাদেশ বুলেটিনকে বলেন, আমরা আশাবাদী ভালো কিছু করবো ইনশাআল্লাহ। আমাদের বিপক্ষ দলকে সব সময় শক্ত প্রতিপক্ষ হিসাবে দেখেই খেলবো। আমরা চ্যাম্পিয়ন হওয়ার নেশায় আসরের প্রতিটি ম্যাচ খেলব।
তিনি আরও বলেন, আমাদের প্রথম ম্যাচ হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সাথে। আমাদের দলের খেলোয়াড়েরা মুখিয়ে আছে প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ার জন্য। আশা করছি আসরের সবগুলো ম্যাচ জিতে ফাইনালে তিতুমীর কলেজ ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হবে।
উল্লেখ্য, স্পেলবাউন্ড ও লিও বার্নেটের প্রস্তাবনার আলোকে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে ২০১৯ সালে সারাদেশে প্রথমবারের মতো ৬৫ টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে মাসব্যাপী দশটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
-বাবু/ফাতেমা