নড়াইল জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোছা. সাদিরা খাতুন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, থানায় গিয়ে কেউ সহযোগিতা পায়নি, এ কথা শুনতে চাই না। মানুষকে সেবার অন্যতম জায়গা হলো থানা। জেলার চারটি থানা হবে মানুষের আস্থার জায়গা। থানা থেকে সেবা না পেয়ে কাউকে যেন ফিরতে না হয়, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। জনগণকে সেবার লক্ষ্যে থানা, পুলিশ তদন্ত কেন্দ্র এবং ফাঁড়ি সবার জন্য উন্মুক্ত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।
এসময় বক্তব্য রাখেন নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, জেলা সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জামী, নড়াইল রিপোর্টাস ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, এ টি এন টিভির জেলা প্রতিনিধি জহির ঠাকুর প্রমুখ। মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বুধবার (২৪ আগস্ট) বিকেলে নড়াইলের পুলিশ সুপার হিসেবে কর্মস্থলে যোগদান করেন মোছা. সাদিরা খাতুন। নড়াইলে যোগদানের আগে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তরে পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) হিসেবে কর্মরত ছিলেন।
-বাবু/ফাতেমা