রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
রবিবার ২০ জুলাই ২০২৫
দৌলতপুরে খোলা বাজারে ৩০টাকা কেজিতে চাল বিক্রি শুরু
দৌলতপুর,মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৭:৪৯ PM

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত খোলা বাজারে চাল বিক্রির শুরু হয়েছে। 

রবিবার (৪ সেপ্টেম্বর) খাদ্য অধিদপ্তরও খাদ্য মন্ত্রণালয় বাস্তবায়নে দৌলতপুর চকমিরপুর ইউনিয়নের সদরে দুটি স্থানে ওএমএস/দোকানের মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো:ইমরুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন- থানা অফিসার ইনচার্জ ওসি জাকারিয়া হোসেন, চকমিরপুর ইউপি সাবেক চেয়ারম্যান মহিদুর রহমান মুক্তা,উপজেলা যুবলীগের আহবায়ক মো. হুমায়ুন কবীর, প্রেসক্লাবের আহবায়ক মো:শাহ আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.মমিনুল ইসলাম,খাদ্য কর্মকর্তা মোছা:ফারজানা বেগম,ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, সরকারের ঘোষনা অনুযায়ী নিম্ন আয়ের মানুষ ৩০ টাকা দরে জনপ্রতিদিন ০৫ কেজি করে চাল কিনতে পারবেন। দুইটি ডিলারের মাধ্যমে সদর চকমিরপুর ইউনিয়নের এ কার্যক্রম আগামী তিন মাস পর্যন্ত চালু থাকবে।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত