সৌদি আরবের রিয়াদে আয়োজিত হচ্ছে পানীয় ও খাদ্যপণ্য বিষয়ক আন্তর্জাতিক মেলা ‘ফুডেক্স সৌদি ২০২২’। আগামী ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই মেলায় অংশ নেবে বাংলাদেশের খাদ্যপণ্য উৎপাদনকারী চার প্রতিষ্ঠানও।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রিয়াদে বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, বিনিয়োগকারী ও অন্যান্য প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করে দূতাবাসের বার্তায় বলা হয়, ‘ফুডেক্স সৌদি ২০২২’ রিয়াদের হাই আল ওহাতে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
এতে বাংলাদেশি চারটি প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিষ্ঠানগুলো হলো প্রাণ-আরএফএল গ্রুপ, বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ এবং এস অ্যান্ড বি নাইস ফুডস ভ্যালি লিমিটেড।
মেলা প্রতিদিন বিকেল ৪টায় শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত।
এই মেলায় বাংলাদেশিসহ অন্যান্য দেশের স্টল পরিদর্শনের জন্য প্রবাসীদের আহ্বান জানানো হয় দূতাবাসের বার্তায়।
-বাবু/এসআর