রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ফখরুলের পাকিস্তান আমলের প্রশংসার বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান
তানজিল আহম্মেদ, জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ১:৩৩ PM
বিএনপির মহাসচিবের পাকিস্তান আমলের প্রশংসা করা বিরুদ্ধে সামাজিক, সাংস্কৃতিক আন্দোলন করার আহ্বান জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ তার নিজের ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে এই আহ্বান জানান।

কোষাধক্ষ্য লিখেন, ''মির্জা ফখরুল সাহেব বললেন 'পাকিস্তান আমল ভালো ছিল'... এরকম কথা তো ৭১এর পর অনেকেই বলতেন। ৭৫ এ জাতির জনককে হত্যা করার পর এরকম কথা বলার লোক বৃদ্ধি পেয়েছে। তারা এখনো আমাদের চারপাশে আছে। এবং সময় সময় আস্ফালন করছে।

কোষাধ্যক্ষ লিখেন, এদের কাছে ৭১ , মুক্তিযুদ্ধ, আগুন, লুটপাট, হত্যা, ধর্ষণ বিস্মৃতির অতলে। কোনো অনুভূতি নেই। আছে কেবল এগুলোর সস্তা উচ্চারণে ফায়দা লুটার প্রয়াস। এদের মুখে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী সত্য কথা বেড়িয়ে পড়ে। রাজাকার আলবদর আল শামস জামাতই এদের প্রকৃত বন্ধু।

তিনি আহ্বান জানান, এদের বিরুদ্ধে সামাজিক, সাংস্কৃতিক আন্দোলন হোক গর্জে ওঠার হাতিয়ার।

উল্লেখ্য, সম্প্রতি বিএনপি'র মহাসচিব তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালীবাড়ির বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাক্ষাৎকারের সময় পাকিস্তান আমলের বিভিন্ন প্রশংসা করেন। বিষয়টি গণমাধ্যমে আসার পরে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়।

 
-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত