নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় রবিবার (১৮ সেপ্টেম্বর) লেঙ্গুড়া ইউনিয়নে ঘুরতে গিয়ে চোখে পড়ে, ফুলবাড়ী বলখেলা মাঠের পশ্চিমের চরা দিয়ে কালোপানি হয়ে ভারতে প্রবেশ করেছে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার সুপারী।
সুপারী বহনকারী অনেকেই বলেছে, লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সিদ্দীকের এই সুপারী ভারতে যাচ্ছে। বিষয়টি এমপি মহোদয়কে অবগত করিলে তিনি ভয়েজ কলে বলেন, যারা দলের নাম ভাঙ্গিয়ে নেতার পরিচয়ে এ ধরণের কাজ করে, এরা আমার লোক নয়, এরা দলের কোনও লোক নয়, এরা কারা চিহ্নিত করেন। কারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। কারা এদের সাথে সম্পৃক্ত হয়ে ভাগ-মাশুয়ারা নিচ্ছে। ভিডিও ও ছবি ধারণকালে সাংবাদিককে হুমকি দেওয়া হয়-আমরা আওয়ামীলীগের লোক, ইউনিয়ন সভাপতি, ছবি টবি দিয়ে কিচ্ছু করতে পারবেন না, চলে যান নইলে সমস্যা হবে। আসার সময় লেঙ্গড়া বিজিবি ক্যাম্পের ইনচাজকে (সিইও) বিষয়টি অবগত করলে তিনি হতাশ হয়ে বলেন, দেখেন ওরা বহুলোক এই চোরাচালানে জড়িত, আমরা কয়েকজন কি করে পেরে উঠি ওদের বিরুদ্ধে, ওরা মারামারি করে, আমাদের ওপর চড়াও হয়, কৌশলে এদেরকে ধরতে হবে। সবার সহযোগিতা চাই।
-বাবু/এ.এস