জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পানি নিষ্কাশনের নেই কোন সুব্যবস্থা। ফলে প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এতে করে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি বাড়ছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, যথাযথ পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের ড্রেনগুলিতে জলাবদ্ধতা লেগে আছে। জলাবদ্ধ স্থানগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের পিছনে,সামনের দ্বিতীয় ফটকমুখী রাস্তার বামদিকে, প্রধান ফটকের রাস্তার দুই পাশের ড্রেনগুলোতে পানি জমে থাকতে দেখা যায়। এছাড়াও ভাষা সৈনিক রফিক ভবনের আশেপাশের ড্রেন, প্রশাসনিক ভবনের আশেপাশের ড্রেন, বিজ্ঞান অনুষদের আশেপাশের ড্রেনসহ প্রত্যেকটি ড্রেনে জলাবদ্ধতা লক্ষ্য করা যায়।
এদিকে আবদ্ধ থাকা জলে বিভিন্ন ধরনের মশা, মাছি এবং পোকামাকড় ছোটাছুটি করতে দেখা যায়। এতে করে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু আক্রান্তের সম্ভাবনা তৈরী হচ্ছে বলে মনে করছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা ইয়েন বলেন, ড্রেনগুলোতে দীর্ঘদিন যাবৎ ময়লা পানি দেখতে পাই।পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পানি থেকে মাঝে মাঝে দুর্গন্ধ পাই। এ ধরনের আবদ্ধ পানি থেকে এডিস মশা উৎপন্ন হতে পারে।যা আমাদের ডেঙ্গু ঝুঁকিতে ফেলবে। এমনিতেই আমাদের সহপাঠী বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়েছি।
বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ফারজানা রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় কোন পয়নিষ্কাশন ব্যবস্থা নেই।ফলে দীর্ঘদিন যাবত ড্রেনগুলোতে জলাবদ্ধতার লেগে আছে। এগুলো থেকে এডিস মশা উৎপন্ন হয় যা আমাদের ডেঙ্গু আক্রান্তের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি দ্রুত এর ব্যবস্থা নেওয়ার জন্য।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো পদক্ষেপ নেবে কিনা তা জানতে প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারীকে একাধিকবার মুঠোফোনে কল করেও পাওয়া যায়নি। এছাড়াও তার অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।
বাবু/জাহিদ