শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
ট্রফি নিয়ে ছাদখোলা বাসে চ্যাম্পিয়নরা
পথে পথে ভাসছেন শুভেচ্ছা বৃষ্টিতে
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৩ PM
সাফ জয়ী বাংলার মেয়েরা দেশে ফিরেছেন বুধবার দুপুরে। ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদের বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কর্মকর্তারা। এ সময় সাফজয়ীদের কেক কেটে খাওয়ান ক্রীড়াপ্রতিমন্ত্রী। পাশাপাশি ফুল দিয়ে বরণও করে নেওয়া হয়।

বিমান বন্দর থেকে বের হওয়ার পর সংবাদ মাধ্যমে কথা বলেছেন অধিনায়ক সাবিনা খাতুন, কোচ গোলাম রব্বানী ছোটন ও সানজিদা আক্তার। তার পর সাফজয়ীদের নিয়ে দুপুর ৩টা ৩০ মিনিটে ছাদখোলা বাসের শোভাযাত্রাটি শুরু হয়। এসময় তাদের ঘিরে রাখেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রাস্তার দুই পাশে সাফ জয়ীদের দেখে সাধারণ জনগণ হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। সাবিনারাও হাসিমুখে হাত নেড়ে তার প্রতিক্রিয়া দেখান। খোলাছাদের বাসে সামনে ট্রফি হাতে রয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন। তার পাশে সানজিদা -মাশুরা পারভীনরা রয়েছেন।

রাস্তার দুই ধারে মানুষ। কেউ ছুটছেন, কেউ দাঁড়িয়ে হাত নাড়ছেন। যারা গাড়িতে আছেন তারাও সাবিনাদের খোলা ছাদ বাসের দিকে তাকিয়ে। 

বিমানবন্দর থেকে সাবিনাদের গাড়ি বের হওয়া মাত্রই এই চিত্র দেখা গেছে। প্রতিটি সড়কে মানুষের জটলা। অনেকে ভিডিও ধারণ করছেন। আবার অনেকে কয়েক সেকেন্ডর মধ্যেই সেলফিবন্দী করে রাখার চেষ্টা। নির্মাণ শ্রমিক, ফুট ওভারব্রিজ সবাই দাড়িয়ে অভিবাদন দিচ্ছেন। সাবিনাদের বাস খানিকটা স্লো যাচ্ছে। পেছনে মিডিয়া ও ক্রীড়া সংশ্লিষ্টদের গাড়ি। গাড়িগুলো কিছুটা ধীরে ধীরে যাচ্ছে।

চ্যাম্পিয়নদের বাসটি বিমানবন্দর থেকে কাকলী-বনানী পার হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যাবে। তার পর বিজয় সরণি, তেজগাঁও হয়ে পুনরায় ফ্লাইওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইলে আসবে। কাকরাইল থেকে ফকিরাপুল-আরামবাগ। তারপর মতিঝিল শাপলা চত্বর ঘুরে পৌঁছাবে বাফুফে ভবনে।

সেখানে বাফুফে সভাপতি ও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন তাদের সংবর্ধনা দেবেন।

সাফ ফুটবল জয়ী নারীদলের সংবর্ধনা দিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে ছাদ খোলা বাস। বিমানবন্দরে প্রবেশের সময় থেকে বাইরে এবং ভেতরে উচ্ছ্বাসে ফেটে পড়েন আসা এখানে অপেক্ষমান দর্শনার্থীরা। এসময় ‘জয় বাংলা’, ‘বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগান দিতে দেখা যায়।

স্লোগান ছাড়াও বাংলাদেশের পতাকা নিয়ে উড়িয়েছেন অনেকেই। বিমানবন্দরে সংবর্ধনা দিতে এসেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এছাড়া ফুল হাতে সংবর্ধনা দিতে এসেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নারী খেলোয়াড়রা। বিকেএসপির অ্যাথলেট মোসাম্মৎ আইরিন আখতার বলেন, বাংলাদেশের মেয়েরা সাফ জিতে দেশের সুনাম বাড়িয়েছে। তারা প্রমাণ করেছে নারীরা খেলাধুলায় অনেক এগিয়ে।

চ্যাম্পিয়নদের বরণ করতে আসা ফুটবলপ্রেমীদের উচ্ছাস বিমানবন্দরে মিরপুর থেকে আসা ফরিদ জানান, বাংলাদেশের ছেলেরা যা পারেনি মেয়েরা করে দেখিয়েছে। তারা দেশের গর্ব, আমাদের গর্ব। তাদের জন্য এদেশের সবকিছু হওয়া উচিত।

প্রথমবারের মতো সাফজয়ী নারীদের বরণ করে নিতে ইতোমধ্যে সাজানো হয়েছে ছাদ খোলা দোতলা বাস। আর এই বহরে থাকছে সুসজ্জিত আরও তিনটি পিকআপ। এর চারপাশে লাগানো হয়েছে ব্যানার। আয়োজকরা জানান, ভাড়া করা এসব পিকআপে বসানো হয়েছে সাউন্ড সিস্টেম। এছাড়া আছে ব্লাস্টার।

এছাড়া স্বাগত জানাতে পথের বিভিন্ন জায়গায় ঝুলছে ব্যানার ও ফেস্টুন। সেখানে লেখা, অভিনন্দন চ্যাম্পিয়ন্স। পিকআপে গান বাজবে, জ্বলে ওঠো বাংলাদেশ, জেগে ওঠো বাংলাদেশ।

সাবিনা খাতুনদের দল বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকা এসে পৌঁছান। তাদের বরণ করে নিতে যৌথভাবে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয়। বিমানবন্দর থেকে কাকলী-বনানী পার হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যাবে চ্যাম্পিয়নদের ছাদখোলা বাস। বিজয় সরণি, তেজগাঁও হয়ে পুনরায় ফ্লাইওভার দিয়ে মৌচাক হয়ে এই শোভাযাত্রা কাকরাইলে আসবে। কাকরাইল থেকে ফকিরাপুল-আরামবাগ। তারপর মতিঝিল শাপলা চত্বর ঘুরে পৌঁছাবে বাফুফে ভবনে।

-বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত