নীলফামারীর ডোমারে রেল লাইনের ধারে পলিথিনে মোড়ানে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় ডোমার রেলগেটের ১০০ গজ উত্তরে রেল লাইনের ধারে পলিথিন দিয়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে, ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কে বা কাহারা অ্যাবরশন (গর্ভপাত) ঘটিয়ে দিনের কোন এক সময়ে ওই মরদেহটি ফেলে রেখে যায়। নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
বাবু/জাহিদ