বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
বিশ্ববিদ্যালয় বন্ধের সময়
খোলা থাকছে জবির ছাত্রী হল
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৭:০৬ PM
দুর্গাপূজা, লক্ষীপূর্জা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল ইনস্টিটিউট, বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এ সময় একমাত্র ছাত্রী আবাসস্থল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলটি বন্ধের ঘোষণা দিলেও পরবর্তীতে ছাত্রীদের সুবিধার্থে হল প্রশাসন সিদ্ধান্ত থেকে সরে আসেন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) হল প্রভোস্ট অধ্যাপক শামীমা বেগমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দুর্গাপূজা, লক্ষীপূর্জা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আর এই সময় হলেও পরিচ্ছন্নতা কর্মীরাও ছুটিতে থাকবে বলে হল বন্ধের সিদ্ধান্ত ছিলো।

পরে সকালে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সিদ্ধান্তটি বাতিল করে হল প্রশাসন। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে গতকালের হল বন্ধের বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে।

এ বিষয়ে হলের প্রভোস্ট শামীমা বেগম বাংলাদেশ বুলেটিনকে বলেন, ছাত্রী হলে ১৬ তলা ভবনে মাত্র চারজন পরিচ্ছন্নতা কর্মী কাজ করেন। তারা সবাই সনাতন ধর্মালম্বী হওয়ায় ছুটিতে থাকবেন। এমন অবস্থায় হল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে ছাত্রীরা অসুবিধার কথা আবেদন করে জানালে, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বন্ধের সিদ্ধান্তটি বাতিল করেছি।

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত