রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
টিকটকে যুক্ত হচ্ছে ডিজলাইক বাটন
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১:০২ AM
ভিডিও পছন্দ না হলে এবার থেকে ডিজলাইক দিতে পারবেন টিকটক ব্যবহারকারীরা। সম্প্রতি টিকটকের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। সংক্ষিপ্ত আকারের ভিডিও অ্যাপটি এ বছরের এপ্রিল মাসে ডিজলাইক বোতামটি পরীক্ষা শুরু করে। এবার থেকে যে ভিডিওগুলো ব্যবহারকারীরা অপ্রাসঙ্গিক বা অনুপযুক্ত বলে মনে করবেন সেগুলো ডিজলাইক দিতে পারবেন।

ইউটিউবে প্রথম এই বাটনটি নিয়ে আসে গুগল। তবে বিভিন্ন কারণে সম্প্রতি এই সুবিধা বন্ধ করে দিয়েছে টেক জায়ান্টটি। ডিজলাইক বাটন থাকলেও কতজন সেই ভিডিওতে ডিজলাইক করেছেন তা দেখতে পান না ব্যবহারকারী। অনেকেই এই ডিজলাইক বাটনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এতে কন্টেন্ট নির্মাতাদের মনোবল নষ্ট হয় বলে দাবি করেছিলেন অনেকে। এজন্য ইউটিউব ডিজলাইকের সংখ্যা দেখানো বন্ধ করেছে।

এবার ছোট ভিডিও তৈরির প্ল্যাটফর্ম টিকটকেও এলো এই সুবিধা। তবে ইউটিউবের মতোই এখানেও ব্যবহারকারীরা দেখতে পাবেন না কতজন সেই সেই ভিডিওতে ডিজলাইক করেছে। চাইলে ডিজলাইক বাটনটিতে ডাবল ক্লিক করে সরিয়েও দিতে পারবেন।

এই বাটনটিকে মন্তব্যের বিকল্প হিসেবেই দেখছে সংস্থাটি। কারণ মন্তব্যের ঘরে অনেকেই হয়রানি, ঘৃণাত্মক, অপ্রাসঙ্গিক বা অনুপযুক্ত মন্তব্য করেন। সেটি অনেকটাই কমে যাবে ডিজলাইক বাটন ব্যবহারে। ব্যবহারকারীরা কম সময়ে মন্তব্য না করে একটি ডিজলাইক দিয়ে মনেরভাব প্রকাশ করতে পারবেন। এতে মন্তব্যের ঘরে অপ্রাসঙ্গিক বা অনুপযুক্ত মন্তব্য আসাও বন্ধ হবে।

সম্প্রতি টিকটকের পক্ষ থেকে একটি টুইটে এই খবর জানানো হয়েছে। ২০২০ সাল থেকে টিকটক এই ফিচার নিয়ে কাজ করছে বলে জানা যায়, দুই বছর পর ২০২২ সালের এপ্রিলে পরীক্ষা নিরীক্ষা শুরু হয় এটি নিয়ে। খুব শিগগির বিশ্বের সব দেশের ব্যবহারকারীরা এই বাটন ব্যবহার করতে পারবেন বলেই জানিয়েছে টিকটক।

সূত্র: টেক ক্রাঞ্চ

-বাবু/এসআর




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত