বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫ ৯ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
থালা-বাসন নিয়ে রাস্তায় লেবার পার্টি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪৩ PM

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে থালা-বাসন নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে লাল সংকেত প্রদান ও মৌন প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদীর অংশের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অভিনব এই প্রতিবাদ জানান তারা।

এসময় সভাপতির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টি একাংশের চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারের চরম ব্যর্থতার খেসারত দিচ্ছে সাধারণ জনগণ। সরকার জনগণের মৌলিক অধিকার পূরণে ব্যর্থ।

তিনি সরকারের পদত্যাগ দাবী করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানান।

হামদুল্লাহ আল মেহেদীর সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান সুরুজ্জামান জামান, নাসির উদ্দিন, যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম সুরুজ, রাজু আহমেদ পোদ্দার, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত