মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
আজ বিশ্ব ট্রমা দিবস
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ১১:১৬ AM আপডেট: ১৭.১০.২০২২ ১১:১৮ AM

আজ সোমবার পালিত হচ্ছে বিশ্ব ট্রমা দিবস। সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় আহত মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার পাশপাশি সচেতনতা সৃষ্টির জন্য দিবসটি পালন করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে দিবসটি পালন করা হলেও বাংলাদেশে সরকারিভাবে দিবসটি পালন করা হয় না। দেশে কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে দেখা গেছে প্রতি বছর বিশ্বে প্রায় ১২ লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত এবং পাঁচ কোটিরও বেশি মানুষ আহত হয়। উন্নয়নশীল দেশগুলোতে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে প্রায় ৫০ শতাংশ মানুষের মৃত্যু হয়। তবে বাংলাদেশে সরকারি পর্যায়ে এর সঠিক কোনো হিসাব নেই।

ট্রমা বলতে বোঝায়, শরীরে বা মনে সৃষ্ট কোনো আঘাত। যেমন-পথ দুর্ঘটনা, আগুন লাগা, পুড়ে যাওয়া, হিংস্রতা, নারী, শিশু ও বয়স্কদের প্রতি শারীরিক বা মানসিক নির্যাতন। এরকম বিভিন্ন দুর্ঘটনায় আহত মানুষের চিকিৎসা ও সেবায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই ট্রমা দিবস পালন করা হয়।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত