নাটোরে জেলা পরিষদ নির্বাচনে ৭টি উপজেলার ৭টি কেন্দ্রে নির্বাচন গ্রহণের জন্য ইভিএম মাধ্যমে ভোট গ্রহণ শুরু।
নাটোর জেলা প্রশাসক শামিম আহমেদ জেলা নির্বাচন অফিস থেকে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদেও কাছে এসব সামগ্রী বুঝিয়ে দেন। রিটানিং অফিসার শামিম আহমেদ বলেন, ৭টি উপজেলার ৭টি কেন্দ্রে ৮০৬ জন ভোটারের শান্তিপূর্ন ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য কেন্দ্রগুলোতে বিপুল পরিমাণ পুলিশও আনসার মোতায়েন থাকবে।
এছাড়া ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এক প্লাটুন বিজিবি ও র্যাব স্ট্রাইংকিং ফোর্স নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচন তদারকি করা সহ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। নির্বাচন ব্যাহত হয় এমন কর্মকান্ড কঠোর হস্তে দমন করা হবে।উল্লেখ্য সাতটি উপজেলা আটটি পৌরসভার ও ৫২টি ইউনিয়ন পারষদসহ ৬৭ টি প্রতিষ্ঠানের পুরুষ ৬১৪ জন, নারী ১৯২ জন ভোটার আগামী কাল সকাল থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট কক্ষের সংখ্যা ১৪ টি। এই ভোটে চেয়ারম্যান পদে দুইজন সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং সংরক্ষিত আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
-বাবু/এ.এস