রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
রবিবার ২০ জুলাই ২০২৫
সাভারে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
মামুন মোল্লা, সাভার (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৭:৫৩ PM
সাভারে ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২০ অক্টোবর ২২) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কাউন্দিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ জালাল উদ্দিন (৩৪) নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।

বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ। গ্রেপ্তার জালাল উদ্দিনের (৩৫) বাড়ি ঢাকার ভাসানটেক এলাকায়। জালাল বিগত এক বছর ধরে সাভারের কাউন্দিয়া এলাকায় বসবাস করতেন। চাউলের ব্যবসার আড়ালে মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন তিনি।

ওসি রিয়াজ উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোর রাতে পুলিশের একটি টিম সাভার মডেল থানাধীন কাউন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারি জালাল উদ্দিনকে তল্লাশি করে তার কাছ থেকে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা। 

পরে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক জানান, দীর্ঘদিন ধরে তিনি কক্সবাজার এলাকা থেকে ইয়াবা এনে রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করতেন। পরে সাভার মডেল থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত