ঢাকার কেরানীগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত আলমগীর হাজম (৫৫) চররুহিতপুর ইউনিয়নের প্রয়াত মজিবর আলীর ছেলে, সম্পর্কে ভুক্তভোগী ওই শিশুটির প্রতিবেশী নানা।
শুক্রবার বিকেলে রুহিতপুর ইউনিয়নের সুবর্ণসুর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশু মেয়েটির খালা শনিবার বিকেলে বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন। ঘটনার পর থেকে আলমগীর পলাতাক।
এদিকে শিশু মেয়েটি অসুস্থ্য হয়ে পড়লে তার পরিবারেরে লোকজন চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসাপাতালে নিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক।
মামলার বাদী তার খালা স্বানালী বলেন, আলমগীর সম্পর্কে এলাকার নানা ভাই হয়। শিশু মেয়েটিকে খাবার কিনে দেওয়া ও মোবাইলফোন চালাতে দেবে বলে আলমগীর তার ঘরে নিয়ে আমার বোনের মেয়েকে ধর্ষণ করে। আলমগীর গতকাল ফোন করে ঘটনা কাউকে না বলতে বলে, নয়তো শিশুটিকে হত্যার হুমকি দেয়। কেরনীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, আলমগীরের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
বাবু/জেএম