বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫ ৯ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫
গোল্ড মেডেল পেল জবির গণিত বিভাগের ৪ শিক্ষার্থী
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৭:৫৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গণিত বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ৪ শিক্ষার্থীকে গোল্ড মেডেল অ্যাওয়ার্ড দেওয়া হয়। রোববার (২৩ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন অর্থায়নে এই পদক দেওয়া হয়। 

এছাড়াও এসময় বিভাগের নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এদিকে ৪র্থ বারের মতো এই সংবর্ধনার আয়োজন করে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। এতে স্নাতক ক্যাটাগরিতে শিশির রঞ্জন দাস ও তাসলিমা আক্তার এবং স্নাতকোত্তর ক্যাটাগরিতে সেলিম হোসেন ও শ্রীধাম চন্দ্র অধিকারীকে স্বর্ণপদক, নগদ টাকা ও সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি খুশী কবির।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত