সোমবার ২১ জুলাই ২০২৫ ৬ শ্রাবণ ১৪৩২
সোমবার ২১ জুলাই ২০২৫
কলমাকান্দায় চালকের শাস্তির দাবিতে মানববন্ধন
কলমাকান্দা, রীনা হায়াৎ
প্রকাশ: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৮:০০ PM
কলমাকান্দা সরকারি কলেজের দ্বাদশ শ্রেনীর মেধাবী ছাত্র প্রান্ত তালুকদারের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। এতে কলমাকান্দা সরকারি কলেজ কর্তিপক্ষসহ সকল শিক্ষার্থীরা শোক প্রকাশ করে।

রোববার (২৩ অক্টোবর) ১২টার দিকে কলমাকান্দা সরকারি কলেজের শিক্ষকসহ সকল শিক্ষার্থীরা এক মানববন্ধনের আয়োজন করে। কলমাকান্দা সরকারি কলেজের মেইন গেইট প্রাঙ্গনে উক্ত মানববন্ধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব সুকুমার চন্দ্র বনিক,সহকারি অধ্যাপক অপুর্ব কান্তি তালুকদার, সাদিকুর রহমানসহ কলেজের সকল শিক্ষক শিক্ষীকা বৃন্দ। উপস্থিত ছিলেন উক্ত কলেজের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তাগণ। এছাড়াও উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত প্রান্ত তালুকদারের বাবাসহ কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ। এসময় অধ্যক্ষ সুকুমার চন্দ্র বলেন, প্রান্ত তালুকদারের এই মর্মান্তিক মৃত্যতে আমরা গভীর ভাবে শোকাহত। আমরা কলেজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশসহ হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।

উক্ত মানবব্ধনে নিহত প্রান্ত তালুকদারের বাবাও বক্তব্য রাখেন ,আমার ছেলের মত যেনো আর কেউ এভাবে রাস্তায় জীবন না হারায় তাই এই ঘাতক চালকের দ্রুত শাস্তি কামনা করছি বলে কান্নায় ভেঙ্গে পরেন তিনি। সকল শিক্ষার্থীরা এক যোগে ঘাতক চালকের ফাঁসির দাবি জানায়।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত