রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
রবিবার ২০ জুলাই ২০২৫
ডিমলায় অটোচালকদের কর্মবিরতি
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৩:২৭ PM আপডেট: ২৬.১০.২০২২ ৩:৩১ PM
নীলফামারী ডিমলায় অটোচালককে মারধর করায় ৫ ঘন্টা ব্যাপী কর্মবিরতি করেন বাংলাদেশ অটো শ্রমিক, অটো টেম্পু শ্রমিক ফেড়ারেশন ডিমলা উপজেলা শাখার সকল সদস্যগণ।

বুধবার (২৬ অক্টোবর) সকালে ঠাকুরগঞ্জ বাজারে কর্মবিরতি শেষে বিক্ষোভ সমাবেশ করেন পেশাজীবি অটোচালকগণ। এ সময় বাংলাদেশ অটো শ্রমিক, অটো টেম্পু শ্রমিক ফেড়ারেশন ডিমলা শাখার সভাপতি মো. সাজ্জাদুল ইসলাম সাজু, সাধারন সম্পাদক ময়নুল হকের নেতৃত্বে প্রায় ১০০ ব্যাটারী চালিত অটো ও ভ্যান চালকগণ সেখানে কর্মবিরতি করেন। 

ঠাকুরগঞ্জ গ্রামের ৩নং ওয়ার্ডের জাহিদুল ইসলাম মফেলের পুত্র মনজুরুল হক গত ২৩ অটেক্টাবর সকাল ১০টায় অটো নিয়ে বাড়ী থেকে বাহির হয়ে ঠাকুরগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে জনৈক এনামুল হকের বাড়ী সংলগ্ন রাস্তায় একই গ্রামের নুর ইসলাম ছুট্টুর পুত্র রুহুল আমিনের নিকট পাওনা টাকা চাহিলে রুহুল আমিন অটোচালককে অকর্থ্য ভাষায় গালিগালাজ সহ মারধর করেন। এ বিষয় অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক সরকারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করলে তিনি আইনী ব্যবস্থা লওয়ার জন্য পরামর্শ দেন। 

এ ব্যাপারে অটোচালকদের মধ্যে ক্ষোপের সৃষ্টি হয়েছে। তারা বলেন বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান না হলে এর চেয়ে আরো বড় কর্মসূচী গ্রহণ করা হবে বলে জানান। অটো চলাচল বন্ধ থাকায় ঠাকুরগঞ্জ বাজারের ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী ও চাকরিজীবি মানুষদের খুবই অসুবিধা হয়েছে বলে জানান এলাকাবাসীরা।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত