শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
বিএসএইচআরএম-গার্ডিয়ান লাইফের ৯ম আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৬:১২ PM

বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) এবং গার্ডিয়ান লাইফের যৌথ উদ্যোগে নবম আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন-২০২২ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শনিবার ডেইলি স্টার অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে জানানো হয়, আগামী ২৫ নভেম্বর সকাল ৯টায় বনানীর শেরাটন ঢাকায় বিএসএইচআরএম-গার্ডিয়ান লাইফ ৯ম আন্তর্জাতিক মানব সম্পদ সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হবে।

বিএসএইচআরএম-গার্ডিয়ান লাইফ ৯ম আন্তর্জাতিক মানব সম্পদ সম্মেলন-২০২২ এর চেয়ারম্যান ও বিএসএইচআরএমের জেনারেল সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য দেন বিএসএইচআরএমের প্রেসিডেন্ট মো. মাশেকুর রহমান খান ও সম্মেলনের পেট্রন জিএম শরীফ।

মো. মাশেকুর রহমান খান তার বক্তব্যে তিনি পাশ্ববর্তী দেশ ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের পৃথক মানবসম্পদ মন্ত্রাণালয় গঠন করার দাবি জানান।

সম্মেলনের চেয়ারম্যান ও বিএসএইচআরএমের সাধারণ সম্পাদক তার বক্তব্যে সম্মেলনের বিভিন্ন দিক উল্লেখ করে সম্মেলনের বিষয়বস্তু বিষদভাবে বিশ্লেষণ করেন।

সঞ্চালনা ও সমন্বয়ে ছিলেন মিডিয়া প্রেস ও পাবলিকেশন কমিটির আহ্বায়ক মো: মুত্তাকিন হাসান।

এছাড়া সংবাদ সম্মেলনে গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাবিব চৌধুরী, এসভিপি এবং এইচআর প্রধান, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড ও রুবায়ত সালেহীন-হেড অফ মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেডসহ অন্যান্য বক্তারা এই আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলনের প্রেক্ষিত ও মানবসম্পদ উন্নয়নের ভূমিকা তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সম্মেলনে বিএসএইচআরএমের প্রেসিডেন্ট মো. মাশেকুর রহমান খান ও বিএসএইচআরএমের সাধারণ সম্পাদক মুহম্মদ নজরুল ইসলাম বিভিন্ন শ্রেণির মানবসম্পদ পেশাজীবী, বিশেষজ্ঞ, শিক্ষাবিদগণ ও ছাত্রসহ বিভিন্ন পেশাজীবিদের এ সম্মেলনে যোগদানের আহ্বান জানান এবং রেজিস্ট্রেশনের জন্য নিম্মোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেনঃ ০১৭৯০৪৪৪৪১১, ০১৭৯০৪৪৪৪৭৭, ০১৯৩৩২৯৯৭৯৯।

রেজিষ্ট্রেশনের জন্য: https://t.ly/TrainingpoolBSHRMConf Or https://t.ly/BSHRMConference
 
-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত