সাম্যবাদী দলের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি। বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল ইসলামের নেতৃত্বে দলের সম্পাদকমণ্ডলীর সদস্য মু. সুরাইফুল ইসলাম মাহফুজ, সাইফ উদ্দিন মাহমুদ (জুয়েল), এরশাদ আলী, মেহেবুব মিয়া, আবু তাহের, কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল হক (ভুলু), আব্দুল গনি খান, সুমন হাওলাদার, নূরুদ্দিন ঢালী অংশ নিয়েছেন।
অন্যদিকে বিএনপির পক্ষে দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত রয়েছেন।
বাবু/এসএম