রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
শেয়ারহোল্ডারদের ১ কোটি ৫৬ লাখ টাকা দেবে ফার্মা এইডস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৮:১২ PM
শেয়ারহোল্ডারদের ১ কোটি ৫৬ লাখ টাকা লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি ফার্মা এইডস লিমিটেড। বুধবার (৯ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায়  জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির তথ্য মতে, ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ১৪ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ অর্থাৎ শেয়ার প্রতি ৫ টাকা করে লভ্যাংশ দেবে।

১৯৮৭ সালে তালিকাভুক্ত কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা রয়েছে ৩১ লাখ ২০ হাজার। এই শেয়ারহোল্ডারদের ৫ টাকা করে ১ কোটি ৫৬ লাখ টাকা দেবে। কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের বর্তমান শেয়ার সংখ্যা ২৩ দশমিক ৫৯ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১৫ দশমিক ৯১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে কোম্পানির ৬০ দশমিক ৫০ শতাংশ শেয়ারের মালিকানা।

এর আগের বছর অর্থাৎ ২০২১ সালে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ১৬ টাকা ১১ পয়সা। সেই বছরও ৫০ শতাংশ করে লভ্যাংশ দিয়েছিল। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২৭ ডিসেম্বর। তার রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত