রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
কেরানীগঞ্জে পুলিশ ছদ্মবেশী ৩ ডাকাত গ্রেপ্তার
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৮:১৬ PM
ঢাকার কেরানীগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ ছদ্মবেশী আন্তজেলা ডাকাত সর্দার ও শরিয়তপুরের জাজিরার চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার আসামি জসিম মোল্লাসহ তিনজনকে আটক করেছে র‍্যাব। 

আটককৃতরা হলো - শরিয়তপুরের জাজিরা উপজেলার চর ধুপুরিয়া গ্রামের আইয়ুব মোল্লার ছেলে জসিম মোল্লা ও একই উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের মৃত জব্বার কাজির ছেলে জাহিদুল কাজী এবং ঢাকার কেরানীগঞ্জের মনু বেপারীর ঢাল এলাকার মৃত সাচ্চু মিয়ার ছেলে মো. ইয়াসিন। 

বুধবার (৯ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জ র‍্যাব-১০ সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১০ অধিনায়ক এ্যাডিশনাল ডি আই জি মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি বলেন, আটককৃতরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সেজে ডাকাতি করতো বলে জানা যায়।

এসময় তাদের কাছ থেকে পুলিশের এস আই র‍্যাংক ব্যাজসহ ২টি হাফ শার্ট, ২টি প্যান্ট, ১টি ওয়াকিটকি, ১টি খেলনা পিস্তল, ২টি ক্যাপ, ২টি বেল্ট, ২ জোড়া কালো বুট, ১টি রিফলেকটিং জ্যাকেট, ২টি রেইন কোর্ট, ৩টি স্বর্ণের চেইন, ১টি রুপার ব্রেসলেট, ২টি ল্যাপটপ ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় যন্ত্রপাতি উদ্ধার করা হয়। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত