শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
রাজশাহীতে গৃহহীনদের আইডিইবি'র ঘর উপহার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৯:২০ PM আপডেট: ০৯.১১.২০২২ ৯:২৬ PM
আজ ৯ নভেম্বর বুধবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার যুগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামে  ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর অর্থায়নে  অসহায় ও গৃহহীন আব্দুল খালেককে  ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম এ হামিদ, সহ-সভাপতি কবির উদ্দিন, চাকুরি বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা কমিটির সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক হোসেন শাহীদ সোহরাওয়ার্দী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, জেলা ত্রাণ ও পুনঃবাসন কর্মকর্তা সালা উদ্দীন আল ওয়াদুদ প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির উপস্থিত থাকার কথা থাকলেও গুরুত্বপূর্ণ কাজে তিনি উপস্থিত না হওয়ায় মোবাইল ফোনে শুভেচছা জানান ও এমন মহতি কাজের ভূয়সী প্রশংসা করেন। আইডিইবি সভাপতি এ কে এম এ হামিদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গৃহহীনদের জন্য বসবাস যোগ্য গৃহ নির্মাণ করে দিচ্ছেন আইডিইবি।  মাননীয় প্রধানমন্ত্রীর  কার্যক্রমের সাথে একাত্মতা   ঘোষণা করে দেশের বিভিন্ন প্রান্তে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দিচ্ছেন। এমন কার্যক্রমের জন্য আমরা গর্বিত অভিভূত । 

নতুন আধাপাকা ঘর পেয়ে গৃহহীন আব্দুল খালেক মাননীয় প্রধানমন্ত্রী ও আইডিইবির প্রতি কৃতজ্ঞতা জানান। সাভার সাংগঠনিক জেলা আইডিইবির সভাপতি রবিউল ইসলামের অর্থায়নে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে বাগমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানার নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট কমিটি নির্মাণ কাজ সুষ্ঠুভাবে তদারকি করেন।আগামীতে আইডিইবি এমন মহতী উদ্যোগ অব্যাহত রাখবেন বলে জানান।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত