পার্কের ভেতর খাবারের দোকান নিয়ে মেয়রের সঙ্গে বৈঠক আজ
তানজিল আহম্মেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ২:৩২ PM আপডেট: ১০.১১.২০২২ ২:৩৫ PM

বাহাদুর শাহ পার্কের ভেতর খাবারের দোকান নিয়ে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠকে বসবে পার্ক সংরক্ষণ পরিষদের নেতারা। পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের ভেতর খাবারের দোকান স্থাপনের প্রতিবাদে দীর্ঘদিন থেকে নানা কর্মসূচি করে আসছে স্থানীয়রা। সম্প্রতি পার্কে সকাল-বিকেল, রাতে হাঁটতে আসা মানুষদের চারটি সংগঠনের সমন্বয়ে 'ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ' নামে সমন্বিত একটি প্লাটফর্ম খুলে প্রতিবাদ করা হচ্ছে।
সমন্বিত সংগ্রাম পরিষদের সদস্য সচিব আখতারুজ্জামান খান এই তথ্য জানিয়েছেন।
আখতারুজ্জামান বলেন, সমন্বিত সংগ্রাম পরিষদের পক্ষ থেকে গণস্বাক্ষর সংগ্রহ, সমাবেশ, মিছিল, মানববন্ধন, সড়ক অবরোধ, স্থানীয় কাউন্সিলর, সাংসদ সদস্য, জেলা প্রশাসক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সর্বশেষ মেয়র বরাবর স্মারকলিপি প্রধান অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীরা মেয়রের সাক্ষাৎ দেওয়ার আহবান জানান।
ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের সদস্য সচিব আখতারুজ্জামান খান বলেন, মেয়রের একান্ত সচিব আমাদেরকে আজ বিকেলে বৈঠকের বিষয়ে অবহিত করেছে। আমরা আমাদের অন্য সংগঠন গুলোর নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে মুখ্য আলোচনার বিষয়গুলো মেয়রের কাছে অবহিত করব। এই পার্ক পুরান ঢাকার সদরঘাট এলাকার একমাত্র খোলা স্থান। এভাবে পার্কের পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে না। পার্কের ঐতিহ্য রক্ষার পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করারও দাবি আমরা মেয়রের কাছে উপস্থাপন করব। আমাদের আলোচনার প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত আমরা গণমাধ্যমকে তাৎক্ষণিকভাবে জানাবো।
-বাবু/এ.এস
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com. কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
|