লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। মেলার প্রতিপাদ্য বিষয় ছিল ’উদ্ভাবনী জয়োল্লাসে স্মাট বাংলাদেশ’।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহষ্পতিবার আয়োজিত উক্ত মেলার উদ্বোধন করেন অনষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। উদ্ধোধন শেষে প্রধান অতিথি বিভিন্ন ষ্টল পরিদর্শন শেষে এক আলোচনা সভায় মিলিত হন। এসময় উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু,ওসি শাহা আলম, সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, টংভাঙ্গা ইউপি চেয়াম্যান সেলিম হোসেন উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস