রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
কাতার বিশ্বকাপে কোরিয়ার দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৩:০২ PM
কাতার বিশ্বকাপের জন্য নিজেদের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। তবে চমক হল ইনজুরি থেকে এখনো সেরে ওঠা সন হিউং মিনকে দলে নিয়েই কাতারে যাচ্ছে কোরিয়া দল। চোখের ইনজুরি থাকলেও দলের প্রধান কোচ জানালেন, টটেনহাম তারকার জন্য অপেক্ষা করতেও রাজি তিনি। 

দল ঘোষণার সময় তিনি বলেন, ‘এখন আমাদের অপেক্ষা করতে হবে। প্রতিদিন তাঁর চিকিৎসা-পরবর্তী পুনর্বাসন পর্যবেক্ষণে রাখতে হবে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো সময় আছে। সে যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠলে এবং সুস্থির বোধ করলে তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ 

২৪ নভেম্বর প্রথম ম্যাচে কোরিয়ার প্রতিপক্ষ উরুগুয়ে। পরের দুটি ম্যাচ ২৮ নভেম্বর (ঘানা) ও ২ ডিসেম্বর (পর্তুগাল)।

দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ দল:

গোলকিপার: কিম সিয়ং গু, জো হিয়ন উ, সং বাম কিউন।

ডিফেন্ডার: কিম মিন ইয়ায়ে, কিম ইয়ং গোন, কোন কুয়াং ওন, চো ইউ মিন, কিম মুন হন, ইয়ুন জং গু, কিম তাই হন, কিম জিন সু, হং চুল।

মিডফিল্ডার: জাং উ ইয়ং, সন জুন হো, পাইক সিয়ুং হো, হং ইন বিওম, লি জায়ে সাং, কোন চাং হুন, ইয়ং উ ইয়ং, লি কাং ইন, সন হিউং মিন, হাং হি চান, না সাং হো, সং মিন কু।

ফরোয়ার্ড: হাং উই জো, চো গু সাং।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত