বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল বগুড়া জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনিকে আহ্বায়ক এবং মো. এনামুল হক সুমনকে সদস্যসচিব করে বগুড়া জেলা শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।
বাবু/এসএম