মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
খুলনা টাইগার্সের প্রধান কোচ সুজন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৫:২০ PM
নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে ইতিমধ্যে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। এখন থেকেই তোড়জোড় শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের কার্যক্রম নিয়ে। সেই ধারাবাহিকতায় শুক্রবার প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন খালেদ মাহমুদ সুজন। 

আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে খুলনার ফ্র্যাঞ্চাইজি। এর আগে দলের অধিনায়ক এবং আইকন ক্রিকেটার হিসেবে তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে খুলনার দলটি। তামিম ছাড়াও পাকিস্তানি দুই পেসার নাসিম শাহ এবং ওয়াহাব রিয়াজকেও দলে যোগ করেছে তারা। এছাড়া শ্রীলঙ্কান ডানহাতি ব্যাটার আভিষ্কা ফার্নান্দো এবং আজম খানকেও দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। 

সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ নভেম্বর রাজধানীর অভিজাত এক হোটেলে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত