মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলায় সেরা স্টল সড়ক বিভাগ
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৫:১৫ PM

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ২ দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা বৃহস্পতিবার শেষ হয়েছে। সমাপনী দিনে সেরা স্টল হিসেবে ৩টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।

এর মধ্যে প্রথম হয়েছে সড়ক ও জনপথ বিভাগ। দ্বিতীয় হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং তৃতীয় হয়েছে এলজিইডি। সন্ধ্যা সাড়ে ৬টায় কালেক্টরেট ইংলিশ স্কুল প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সেরা স্টল নির্বাচনে প্রথম স্থান দখল করায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন -এর নিকট হতে শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক।

পুরস্কার গ্রহণ করে তিনি জানান, এ পুরস্কার ডিপার্টমেন্টের জন্য বড় পাওয়া। কর্মক্ষেত্রে আরও গতিশীল ও মর্যাদা বৃদ্ধির জন্য এ পুরস্কার অনুপ্রেরণা যোগাবে। এসময় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। এরপর শুভেচ্ছা স্মারক(২য় স্থান) গ্রহণ করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার এবং ৩য় স্থান দখল করায় শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রামানিক।

এছাড়া মেলায় উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ ক্যাটাগরিতে প্রথম হয়েছে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। তাদের প্রজেক্ট ছিল ‘আইওটি বেইজড হোম অটোমেশন সিকিউরিটি সিস্টেম’। দ্বিতীয় হয়েছে শিবগঞ্জ উপজেলা ভূমি অফিস। তাদের প্রজেক্ট ছিল ‘ডিজিটাল সার্ভিস’ এবং তৃতীয় হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। তাদের প্রজেক্ট ছিল ‘সোলার ট্র্যাকার মুভমেন্ট’। এছাড়া লাইভ কুইজ প্রতিযোগিতায় ২ দিনে ৬ জনকে পুরস্কৃত করা হয়।

এসময় স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত পুলিশ সুপার এস.এ.এম. ফজল-ই-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিছুর রহমানসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এবারের মেলায় ৪টি প্যাভিলিয়নের অধীনে সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সমন্বয়ে মোট ৭০টি স্টল অংশগ্রহণ করে। এর মধ্যে প্যাভিলিয়ন-১ এ উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, প্যাভিলিয়ন-২ এ ডিজিটাল সেবা, প্যাভিলিয়ন-৩ এ হাতের মুঠোয় সেবা এবং প্যাভিলিয়ন-৪ এ শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান প্রদর্শিত হয়। এই মেলার মাধ্যমে সরকারি দপ্তরগুলোয় বিদ্যমান ডিজিটাল সেবা এবং বর্তমান সরকারের আমলে সাধিত প্রযুক্তিগত অগ্রগতিসমূহ প্রদর্শন করে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত