বিশ্বকাপে এ গ্রুপের ম্যাচে সোমবার ইউরোপের অন্যতম পরাশক্তি নেদারল্যান্ডস মুখোমুখি হবে সাদিও মানেবিহীন সেনেগালের। আল থুমামা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
ক্লাব ফুটবলের ম্যাচ চলাকালে চোট পেয়েছিলেন সেনেগালের সাদিও মানে। এর পরও বায়ার্ন মিউনিখ তারকাকে রেখে বিশ্বকাপ দল ঘোষণা করেছিলেন সেনেগাল কোচ; কিন্তু শেষ পর্যন্ত চোটের কাছে হার মেনেছেন সাদিও মানে। ছিটকে যান আফ্রিকার অন্যতম সেরা এ ফুটবলার।
ইউরো ২০২০ সালে বাদ পড়ার পর থেকে প্রায় অজেয় নেদারল্যান্ডস। টানা ১৫ ম্যাচে অপরাজিত ডাচরা। এর মধ্যে জয় পেয়েছে ১১টি। তিনবার বিশ্বকাপের ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি কমলা জার্সিদের। বর্তমান ফর্মের কারণে ‘এ’ গ্রুপের শীর্ষ ফেভারিট তারা। বিশ্বকাপ শুরুর আগে উয়েফা নেশন্স লিগের শেষ তিন আসরের দুটির ফাইনালে উঠেছে তারা। মাইলফলকের দ্বারপ্রান্তে দলের সেরা স্ট্রাইকার মেমফিস ডিপাই। স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় নিজের স্থান ধরে রাখতে না পারলেও জাতীয় দলের জার্সিতে দারুণ ফর্মে আছেন তিনি।
আর নয় গোল করলে জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা রবিন ফন পার্সির করা ৫০ গোলকে পেছনে ফেলবেন ডিপাই। সম্প্রতি পারফরম্যান্সের দিকে তাকিয়ে কাতার বিশ্বকাপেও ভালো কিছু করতে আত্মবিশ্বাসী ডাচ কোচ, ‘আমার বিশ্বাস, এবার অনেক দূরে যাব। সবসময় সেরা ফুটবলাররা বিশ্বকাপ জেতেন না, তবে সেরা টিমটা জেতে। আসল সময়ে আমাদের নিশ্চিত করতে হবে যে, আমরাই সেরা দল। এর সঙ্গে ভাগ্যটা সহায় হলেই কেল্লা ফতে। তবে আমি সব ধরনের সুযোগের সদ্ব্যবহার করার জন্য প্রস্তুত থাকব। আসলে আপনাকে সবকিছুর জন্য প্রস্তুত থাকা উচিত।’
বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |