প্রথমার্ধ শেষে গোলের দেখা পায়নি কোনো দল। তবে ডেনমার্ক ও তিউনিশিয়া আক্রমণের পর আক্রমণ করে গেছে। ২৩ মিনিটে একটি গোল বাতিল হয়। অফসাইড না হলে এগিয়ে যেতে পারতো দলটি। তবে ভাগ্য সহায় হয়নি। দুই দলই বেশ কিছু সুযোগ নষ্ট করেছে।
গোলরক্ষকদ্বয় ছিলেন দুর্দান্ত। বিশেষ করে ড্যানিশ গোলরক্ষক। একটি নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন তিনি। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে ড্যানিশরা এগিয়ে থাকলেও তারা নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি। ৬১ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে। আক্রমণে এগিয়ে ছিল তিউনিশিয়া।
৮ টি শট নেয় তারা, অন্যদিকে ডেনমার্ক নেয় মাত্র ৩টি। বিরতির পর ফিরেও গোলের দেখা পাচ্ছে না কোনো দল। ৫০ মিনিটে একটি নিশ্চিত গোল মিস করেছে ড্রেগার। গোলরক্ষককে পেয়েও গোল দিতে পারেননি। এরপর ফিরতি শটে একটি গোলও দেন। বাতিল হয় অফসাইডে।
বাবু/জেএম