শনিবার ২৬ জুলাই ২০২৫ ১১ শ্রাবণ ১৪৩২
শনিবার ২৬ জুলাই ২০২৫
আ.লীগ নেতার ভিডিও ভাইরাল, মেয়রের দাবি সুপার এডিট
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৮:২৫ PM
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান ওরফে সাইফারের এক নারীর সঙ্গে ভিডিও কলে কথোপকথনের একটি আপত্তিকর ভিডিও চ্যাটিং এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ঘুরছে। এ ঘটনায় স্থানীয় ও জেলা আওয়ামী লীগের নেতারা বিব্রতকর অবস্থায় পড়েছেন। 

তবে মেয়র সাইফুর ভিডিওটি সুপার এডিট করা এবং আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষের কাছে তার ইমেজ নষ্ট ও হেয় প্রতিপন্ন করার চক্রান্ত বলে দাবি করছেন।

মেয়র সাইফুর রহমান বলেন, আগামী ২৯ ডিসেম্বর আলফাডাঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। তার পাশাপশি আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী আরশাদ, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান ও হাসমত হোসেন দলীয় মনোনয়ন প্রত্যাশী।
 
তিনি বলেন, তিনি এ ব্যাপারে তথ্য তালাশ করে দেখেছেন তার প্রতিপক্ষ কাউন্সিলর আলী আরশাদ সুপার এডিট করে এ কথপোকথনের দৃশ্য ফেসবুকে ছেড়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর আলী আরশাদ বলেন, আমার বিরুদ্ধে মেয়রের আনা এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মোবাইলের খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমার ধারণা কম। আমি কীভাবে এটা করবো? কারা কীভাবে এ কাজ করেছে তা আমার জানা নেই।

এদিকে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ক্ষোভ ও বিব্রতকর এক পরিস্থিতির সৃষ্টি হয়। আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন বলেন, এটা দলের জন্য বিব্রতকর। তবে মেয়েদের সঙ্গে সম্পর্ক থাকতে পারে সেটি অস্বাভাবিক নয়। তবে এটা এভাবে ফেসবুকে ছাড়া ঠিক হয়নি। ঘটনাটির জন্য আমিও লজ্জিত । 

আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত পৌর মেয়রের এই ধরনের ভিডিও’র বিষয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ বলেন, এটা দলের জন্য বিব্রতকর। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ব্যক্তি অপরাধের দায় দল নেবে না। 

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত