বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
আগামীকাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, ভাষণ দেবেন নৌকার মঞ্চে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৮:০৬ PM
আগামীকাল বৃহস্পতিবার যশোর আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে ইতিমধ্যেই যশোর স্টেডিয়ামের সাথে পাশের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠকে একীভূত করা হয়েছে।

এর সাথে যুক্ত আছে যশোর পৌর পার্ক। স্টেডিয়ামে তৈরি করা হয়েছে বিশাল নৌকার মঞ্চ। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও বড় পর্দায় সরাসরি দেখানো হবে প্রধানমন্ত্রীর ভাষণ। জনসভাকে সফল করতে গত কয়েকদিন ধরেই মূল দলসহ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগের কেন্দ্রীয় নেতারা যশোরে অবস্থান করে প্রস্তুতি কাজ তদারকি করছেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, প্রায় ৫ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর আসছেন। আগামী নির্বাচনের আগে এটিই তার প্রথম জনসভা। সে কারণে এই জনসভাকে কেন্দ্র করে যশোরসহ পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আওয়ামী লীগ নেতাকর্মী-সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার দুপুরে সমাবেশস্থল যশোর স্টেডিয়াম পরিদর্শন করে প্রস্তুতির খোঁজখবর নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি সাংবাদিকদের বলেন, আগামীকালের জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। ১০ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। প্রায় ২৭ মাস পর এরকম কোনো জনসমুদ্রে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জনসভায় তিনি শুধু যশোরবাসীর জন্য না, তৃণমূল আওয়ামী লীগ দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন।

যশোর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলছেন, আওয়ামী লীগ যশোর অঞ্চলে যে পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড করেছেন, এর আগে কোনো সরকারই তা করতে পারেনি। জলে, স্থলে, আকাশপথে সর্বত্রই আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের স্বাক্ষর রয়েছে।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত