প্রথম গোলের পর যেন আরও খিপ্র হয়ে ওঠে জার্মানি। এর আগে ছিল কিছুটা সাদামাটা। স্কোরার গুন্ডোগান আবারও আক্রমণ করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন।
অভিষেক হওয়া মুশিওয়ালা খেলেন দুর্দান্ত। বিরতিতে যাওয়ার কয়েক সেকেন্ড আগেও গোল পায় জার্মানি। তবে অফসাইডে বাতিল হয় সেটি। ৩২ মিনিটে পেনাল্টি থেকে গুন্ডোগানের গোলে লিড নিয়ে বিরতিতে জার্মানি।
আক্রমণের পর আক্রমণে জাপানের ডিফেন্স বারবার কাঁপিয়ে দিয়েছে জার্মানি। মোট ১৩টি শট নেয় তারা। অন্যদিকে জাপান মাত্র ১টি শট নিতে পারে। তাও এটি অনটার্গেট ছিল না। ম্যাচের ৭৯ শতাংশ সময় বল ছিল জার্মানদের পায়ে।
বাবু/জেএম