শেরপুর জেলা উন্নয়নে ৮ দফা দাবি জানিয়ে ঢাকায় মানববন্ধন করেছে শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ।
শুক্রবার ২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে ৮ দফা দাবি জানানো হয়।
কর্মসূচিতে আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন আহমেদ বলেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক বা ব্যক্তি গোষ্ঠীর বিরুদ্ধে নয়। এই ৮ দফা দাবি শেরপুর জেলার দল-মত নির্বিশেষে সব মানুষের। বর্তমান সরকার সারাদেশে উন্নয়ন করলেও শেরপুর জেলায় তেমন কোনো উন্নয়ন হয়নি, যা আমাদের দাবির মধ্যেই পরিষ্কার বোঝা যায়। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি খুব শিগগিরই অন্যান্য জেলাগুলোর মতো শেরপুর জেলাকেও উন্নত করতে হবে।
বক্তারা বলেন, ঢাকা থেকে শেরপুরে যাতায়াত করতে ৮-১০ ঘণ্টা সময় লাগে, যার দূরত্ব ১৮৫ কিলোমিটার। এতে সর্বনিম্ন ভাড়া খরচ হয় ৫০০ টাকা করে। যদি রেল যোগাযোগব্যবস্থা থাকতো তাহলে সর্বনিম্ন ১০০ টাকা করে খরচ পরতো। সরকারের কাছে আমরা আর্থিক সহায়তা চাই না, দারিদ্র্যমুক্তও চাই না। আমরা শুধু চাই অন্যান্য জেলার মতো শেরপুর জেলাতেও বিশ্ববিদ্যালয়, রেলপথ, শিল্প উন্নয়ন পার্ক, স্থলবন্দর উন্নয়ন, মেডিকেল কলেজ এবং পর্যটন নগরী গড়ে তোলা হোক।
৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো-
ঢাকা থেকে শেরপুর যাতায়াতের জন্য ময়মনসিংহ হয়ে শেরপুরের নকলা উপজেলার মধ্য দিয়ে শেরপুর সদর পর্যন্ত রেল সড়ক নির্মাণ,
আধুনিক উন্নত চিকিৎসা ব্যবস্থাসহ চিকিৎসা শাস্ত্রে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে একটি মেডিকেল কলেজ স্থাপন, যেহেতু এটি একটি কৃষি সমৃদ্ধ এলাকা তাই এখানে কৃষি, প্রযুক্তি, প্রকৌশল ও সাধারণ শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে একটি আধুনিক উচ্চতর বিশ্ববিদ্যালয় স্থাপনসহ অন্যান্য দাবি তুলে ধরা হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের যুগ্ম সমন্বয়কারী হাফিজুল করিম রুবেল, সুমন আহমেদ, অ্যাড. মো. মোস্তফা কামাল বাদল, আবুল কাসেম মজুমদার, অধ্যাপক মাসুদুর রহমান বাদল প্রমুখ।
বাবু/এসআর