সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কাতার বিশ্বকাপ
ফাইনাল ভেবেই খেলবে আর্জেন্টিনা
শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৪:১৪ PM আপডেট: ২৬.১১.২০২২ ৪:১৬ PM
জমে উঠেছে কাতার বিশ্বকাপ ফুটবল। যদিও গ্রুপ পর্ব শেষ না হতেই শঙ্কা জেগে বসেছে আসরের হট ফেবারিট দল আর্জেন্টিনার বিদায়ের। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ১-২ গোলে হেরেই লিওনেল মেসির দল বিপাকে। নিজেদের দ্বিতীয় ম্যাচ শনিবার দিবাগত রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। যেখানেই জিততেই হচ্ছে তাদের।

শেষ ম্যাচের সেই স্মৃতি ভুলে শুধুমাত্র মেক্সিকো ম্যাচেই মন দিতে চায় আর্জেন্টিনা। ম্যাচ শুরু হওয়ার আগে শুক্রবার সংবাদ সম্মেলনে আসেন লাউতারো মার্তিনেস। জানালেন সব কিছু ভুলে এই ম্যাচেই এখন তাদের পুরো মনোযোগ। এমনকি মার্তিনেস অকপটে স্বীকারও করেছেন সৌদি আরবের কাছে হার আত্মবিশ্বাসে কিছুটা হলেও ধাক্কা দিয়েছে।

যেমনটা বলছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড, ‘মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতো। কারণ এই ম্যাচের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করবে আমাদের বিশ্বকাপ ভবিষ্যৎ। অস্বীকার করার সুযোগ নেই প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার আমাদের আত্মবিশ্বাসে কিছুটা হলেও ধাক্কা দিয়েছে। যদিও নিজেদের শক্তির উপর আস্থা রয়েছে আমাদের।’

মেক্সিকো ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে মার্তিনেস আরো বললেন, ‘আমাদের শান্ত থাকতে হবে, ঘুরে দাঁড়াতে হবে এবং সামনে কী আসছে, তা নিয়ে ভাবতে হবে। আর যা আসছে তা মেক্সিকো। তাই যাই হোক না কেন, আমাদের কেবল জয়ের দিকে মনোযোগ দিতে হবে।’ এদিকে মেক্সিকো ম্যাচের একদিন আগে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি নিশ্চিত করেছেন লিওনেল মেসি মেক্সিকোর বিপক্ষে খেলার জন্য প্রস্তুত রয়েছেন। কোচ বলেন, ‘সে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। লিও আমাদের অন্যান্য সতীর্থদের মতো ভালো করছে। লিও শারিরীক অবস্থা নিয়ে আমাদের কোনো ধরনের প্রশ্ন নেই।’

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত