সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
সাভারে অস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার ১
মামুন মোল্লা, সাভার (ঢাকা)
প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৪:২৬ PM
সাভারের আশুলিয়ায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (সুটারগান) ও ৪০০ পিস ইয়াবাসহ মো. স্বপন হোসেন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (২৬ নভেম্বর) বেলা ১২ টার দিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান উত্তর ডিবি পুলিশর ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে, গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে আশুলিয়ার চাঁনগাও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. স্বপন হোসেন আশুলিয়ার চাঁনগাও এলাকার মাছুম মাদবরের ছেলে। তিনি তার নিজ বাড়িতে রিকশার গেরেজের ব্যবসা পরিচালনা করতেন৷ ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুরিয়ার চাঁনগাও এলাকায় অভিযান পরিচালনা করে প্রথমে স্বপনের ঘর থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞেসাবাদ করা হলে তার দেওয়া তথ্য মতে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, স্বপনকে জিজ্ঞfসাবাদে আরও জানা গেছে, স্বপন বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। যদিও তার মুখে দাড়ি রয়েছে কিন্তু তিনি লেবাস পরিবর্তন করে এসব কাজ করতেন। তার কাছ থেকে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে সেই অস্ত্র দিয়ে তিনি কি কাজ করতেন তা জানার জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। এই আসামির বিরুদ্ধে আমরা আশুলিয়া থানায় একটি অস্ত্র মামলা ও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত