বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
পরিশোধিত মূলধন বাড়াবে এমারাল্ড অয়েল
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ১২:৫০ PM আপডেট: ২৭.১১.২০২২ ১২:৫২ PM

জাপানি প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশের বিনিয়োগের বিপরীতে শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। ৫৯ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকার পরিশোধিত মূলধন থেকে শত কোটি টাকার মূলধন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। এই লক্ষ্যে আগামী ২৭ ডিসেম্বর কোম্পানির বিশেষ সাধারণ সভার (ইজিএম) নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এমারেল্ড অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন। তিনি বলেন, আমাদের সর্বশেষ বোর্ড সভায় মূলধন বৃদ্ধির পরিকল্পনা দেওয়া হয়েছে। সেজন্য ইজিএম আহ্বান করা হয়েছে। ইজিএমে সিদ্ধান্ত নেওয়া হবে কত টাকা মূলধন বৃদ্ধি হবে।

২০১৪ সালে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানিটি বিনিয়োগের বিপরীতে শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়াবে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০টায় ইজিএম অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

৫৯ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকার মূলধনী কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৫০০টি। অনুমোদিত মূলধন হচ্ছে ১০০ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৩৩ কোটি ৮৩ লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। তারপর বেশ কিছুদিন উৎপাদন বন্ধ ছিল। চলতি বছরে তারা উৎপাদনে ফিরেছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত